নাগরিক স্বাস্থ্য সুরক্ষা, পাটকল বন্ধের প্রতিবাদসহ নানা দাবিতে ৫ জেলায় মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নাগরিক স্বাস্থ্য সুরক্ষা, পাটকল বন্ধের প্রতিবাদসহ নানা দাবিতে রাজশাহী, খুলনা,ঝিনাইদহ, সাতক্ষীরা ও দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীতে নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশন আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় মহানগরীর আলুপট্টির মোড়ে বেসরকারী গবেষণা সংস্থা সুশাসনের জন্য নাগরিক-সুজন-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের বিধি বা প্রবিধান অনুযায়ী নগরীতে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করাসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন, সুজনের সমন্বয়কারী মিজানুর রহমান ও মহানগর কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান।
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনা সচেতন নাগরিক,বাম রাজনৈতিক সংগঠন, শ্রমিক সংগঠনে যৌথভাবে মানব প্রাচীর করেন। পাট শিল্প রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদার পরিচালনা করেন।
ঈদের আগেই শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও রেশন চালুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ট্রেড ইউনিয়ন সংঘ।
সাতক্ষীরায় অবিলম্বে করোনা পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপন, আম্পানে ক্ষতিগ্রস্থ শ্যামনগর আশাশুনিতে বেড়িবাঁধ নির্মাণসহ ২১ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ১নং ওয়ার্ডের মন্ডলপাড়া নামনস্থানে আবাসিক এলাকায় অটো রাইস মিল নির্মাণ বন্ধ ও প্রশাসনের নিষেধাঞ্জা অমান্য করে নির্মান কাজ পরিচালনা করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ।