নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে বিরোধীতাকারিরা পাকিস্তানের পরাজিত শক্তি : হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে বিরোধীতাকারিরা পাকিস্তানের পরাজিত শক্তি অভিযোগ করলেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ।
রবিবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের ঐক্য’ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনেক রাষ্ট্রপ্রধান এসেছেন। তাদের সফরে কেউ বিরোধী নেই। তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে এত বিরোধিতা কেন? এরা পরাজিত শক্তি যারা ৭৫’এ বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে কথিত ভারতের বিরোধিতার নামে সাম্প্রদায়িকতার বীজ বুনেছিল।