নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার গভীররাতে মুরগীবের গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শিবপুর থানার ওসি জানান, মঙ্গলবার দিবাগত রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল মুরগীবের গ্রামে হানা দেয়। এসময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়া হয়।
এরপর লোক সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় দুজনকে আটক করে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এক ডাকাতকে আটক করা হয়েছে।