নরসিংদীর ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবে মাছ শিকারে বিলে নামে হাজারো মানুষ
- আপডেট সময় : ০৪:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬৫২ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় হয়ে গেলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব। মাছ ধরার এ উৎসবকে ঘিরে নরসিংদী জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্থান থেকে পলো নিয়ে বিলে নামেন হাজারো মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় মাছ শিকারীরা এবার মাছ পেয়েছেন কম। এজন্য বিল দূষণ ও দখলের অভিযোগ করা হয়েছে।
একঝাঁক মাছ শিকারী হৈ হুল্লোর করে পলো নিয়ে নামছেন বিলে। পলো দিয়ে মাছ শিকার করবেন তারা। যারা এখনও নামেননি তারা তৈরী হচ্ছেন বিলের দুই পাড়ে দাড়িয়ে। শিকারীর হাত যখন পলোতে আটকে পড়া এক একটা মাছ স্পর্শ করে তখনই শুরু হয়ে যায় আবার হৈ-হুল্লোর। এই দৃশ্য নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খলিলাবাদ গ্রামে। ঘোষণা দিয়ে আয়োজিত এ উৎসবে অংশ নিয়েছেন আশপাশের গ্রাম ও দূরদূরান্ত থেকে আসা শত শত যুবক, বৃদ্ধ ও কিশোর। শুধু লাভের আশায় নয় সখের নেশা আর পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে এই পলো বাইতে আসেন তারা। দিনব্যাপী পলো বাওয়ার পর অনেকের হাতে ধরা পড়ে শোল, গজার, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ।
প্রায় শতবছরেরও অধিক সময় ধরে প্রতি বছরে একবার করে এই বিলে পলো দিয়ে মাছ ধরা উৎসব হয়। এখানকার উৎসবকে কেন্দ্র করে খুশির আমেজ বিরাজ করে এলাকাবাসির মধ্যে।
আয়োজকরা বলছেন, প্রতি বছরই নদী বিল বিভিন্নভাবে দখল ও দূষণ হয়ে যাওয়ায় মাছের সংখ্যা কমে আসছে। সরকারের নতুন করে খনন ও দূষণ মুক্ত না করতে পারলে এই ঐতিহ্য কালের বিবর্তনে আস্তে আস্তে হারিয়ে যাবে।
নদীতে মাছের পোনা ছাড়া, নদী-বিল দখল মুক্ত করাসহ দূষণমুক্ত করতে পারলেই ফিরে আসবে মাছের সেই পুরেনো সুদিন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।










