নরসিংদীতে পুলিশ হেফাজতে সুজন নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নরসিংদীতে পুলিশ হেফাজতে সুজন নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাতকড়া পরা অবস্থায় লাশ হাড়ি দোয়া নদী থেকে জাল ফেলে উদ্ধার করা হয়।
এ সময় সদর থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের হাজিপুরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, সুজনকে গ্রেপ্তারের পর থানায় নেয়া হচ্ছিল। পথে তিনি হাতকড়া পরা অবস্থায় পুলিশের ওপর হামলা করে পালিয়ে যেতে নদীতে ঝাঁপ দেন। সেখানে কোনো কিছুতে আটকে গিয়ে তার মৃত্যু হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জানান, এসময় উপর্যুপরি ছুরিকাঘাতে মোজাম্মেল ও কনস্টেবল মাইনুল আহত হন। পুলিশ সুপার আরো জানান, সুজন একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিন মামলার ওয়ারেন্ট ছিল।