নরসিংদীতে করোনা প্রতিরোধে গণসচেতনতা গড়ে তুলতে প্রচারপত্র বিলি করেছে জেলা বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নরসিংদীতে করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা গড়ে তুলতে প্রচারপত্র বিলি করেছে জেলা বিএনপি।
দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে চিনিশপুর গ্যাস অফিস মোড় পর্যন্ত এই প্রচারপত্র বিলি করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে ডিসি রোড, জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস,প্রাইভেট কার, রিক্সা ও বিভিন্ন দোকানে জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে গণসচেতনতামুলক প্রচারপত্র বিলি করা হয়।