নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে সরকার।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রাক-প্রাথমিক স্তর খোলার বিষয়ে এখনও কিছু চিন্তা করা হয়নি। কিছু জায়গায় করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিক স্কুলগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তদারকি করছে। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেও সারাদেশে কিছু সমস্যার খবর পাওয়া গেছে। যেখানেই করোনা সংক্রমণের তথ্য আসছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।











