নভেম্বরের পর আর কোনো ব্যক্তিকে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেবে না সরকার
- আপডেট সময় : ০১:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৬৯০ বার পড়া হয়েছে
নভেম্বরের পর আর কোনো ব্যক্তিকে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেবে না সরকার। এরপর থেকে বুস্টার বা তৃতীয় ডোজের জন্য উপযুক্ত ব্যক্তিরাই টিকা পাবেন। এর বাইরে টিকা পাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে এখনো প্রায় ৩০ লাখ প্রাপ্ত বয়স্ক মানুষ টিকার বাইরে। আর টিকার মজুত আছে দেড় কোটি। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা এসব টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। ফলে ৩০ নভেম্বরের পর আর এসব টিকা ব্যবহার হবে না। এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। আগের দিন করোনায় চারজনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৪৩০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার প্রায় ৮ শতাংশ। জনস্বাস্থ্যবিদরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি কোন দিকে যাবে, তা চলতি সপ্তাহের পর স্পষ্ট হতে পারে।


























