নবম দফায় টিসিবি’র ট্রাকসেল শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে নবম দফায় আজ থেকে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। নিম্ন-মধ্য আয়ের মানুষের আর্থিক সাশ্রয়ে কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০ ট্রাকে পণ্য বিক্রি হবে। চলবে ২৪ মার্চ পর্যন্ত। পরে ২৭ মার্চ থেকে ৪র্থ দফায় পণ্য বিক্রি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে বিক্রয় কার্যক্রম শুরু হবে ১৫ মার্চ থেকে। গেলো কয়েকমাস ধরেই প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। জিনিষের মূল্যের উর্ধ্বগতিতে দুর্ভোগে সাধারণ মানুষ। টিসিবির পন্য সেলের ট্রাকে নিম্নবিত্ত ছাড়িয়ে এখন লাইনে দাঁড়িয়েছেন মধ্যবিত্তরাও।










