নবনির্বাচিত ডাকসুর পথচলা শুরু

- আপডেট সময় : ০৭:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১৭ বার পড়া হয়েছে
নবনির্বাচিত ডাকসুর পথচলা শুরু হয়েছে। সকালে ভিসি’র সভাপতিত্বে ডাকসু’র প্রথম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন নবনির্বাচিত প্রতিনিধিরা। সভাশেষে সংবাদ সম্মেলনে এ অঙ্গীকারের কথা জানান ডাকসু নেতারা। প্রথম সভায় সিনেটে ডাকসু’র পাঁচজন ছাত্র প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করা হয়।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডাকসুর ৩৮তম পরিষদ। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহাম্মেদ খানের সভাপতিত্বে ডাকসুর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ,এজিএস মহিউদ্দিনসহ কমিটির ২৭ জন নেতা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংবাদ সম্মেলন করেন ডাকসুর জিএস এস. এম ফরহাদ জানান, সভায় ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ৫ জনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য করা হয়েছে।
প্রার্থীর ইশতেহারকেই গুরুত্ব দেয়ার কথা জানান নব নির্বাচিত ভিপি সাদিক কায়েম। বলেন, যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে।
আগামী ১ মাসের কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে বলেও জানান জানান ডাকসুর সদ্য নির্বাচিত কমিটি।