প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনীর সহকারি প্রধান রিয়ার এডমিরাল এম আবু আশরাফ।
সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে এই র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনী প্রধানকে ফুলেল অভিনন্দন জানান। এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানও এসময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। শনিবার বিমানবাহিনী প্রধানের দায়িত্ব নেন তিনি। শেখ আব্দুল হান্নান সদ্যবিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হয়েছেন।