নদী গর্ভে বিলীন হয়ে গেছে দু’শো মিটার পাকা সড়ক

- আপডেট সময় : ১২:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের ঘিওর-শ্যামগঞ্জের কুস্তায় পুরাতন ধলেশ্বরী নদী গর্ভে বিলীন হয়ে গেছে দু’শো মিটার পাকা সড়ক। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে ৬০ হাজার মানুষ।
১০ বছর ধরে সড়কটি মেরামত করা হয়নি। আর এর প্রভাব পড়েছে দৌলতপুর এবং ঘিওর উপজেলার ১০ ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামবাসীর ওপর। বর্তমানে উপজেলা থেকে জেলা শহরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ১০ বছর আগে মাত্র দু’শো মিটার সড়ক পুরাতন ধলেশ্বরী নদীতে বিলিন হয়ে যায়। এরপর থেকেই উপজেলা থেকে জেলা শহরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ। এতে ঘিওর ও দৌলতপুর উপজেলার প্রায় ১০ গ্রামের প্রতিদিন দুর্ভোগের মুখোমুখি হচ্ছে ৬০ হাজার মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কৃষকদেরও পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। সড়কটি পূন:নির্মাণ না করায় যানাবহন শ্রমিকদের আয় কমে গেছে। সৃষ্টি হয়েছে নানা সমস্যা। তাই সড়কটি সংস্কারের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানালেন এই জনপ্রতিনিধি।