তিস্তাসহ অভিন্ন সব নদী নিয়ে আলোচনায় প্রস্তুত ভারত : দোরাইস্বামী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
তিস্তাসহ অভিন্ন সকল নদীর পানির সমবন্টন ও টেকসই সমাধানে যে কোন সময় আলোচনায় বসতে ভারত সরকার প্রস্তুত বলে জানিয়েছেন সে দেশের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।
সকালে রংপুর সিটি করপোরেশনকে ভারতের দেয়া একটি এম্বুলেন্স উপহার দিতে এসে এ কথা বলেন তিনি। এসময় সীমান্ত হত্যা প্রসংগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, অবৈধ কর্মকান্ডের কারনেই এরকম ঘটনা ঘটে। তাই সীমান্ত এলাকায় দু’দেশের নাগরিককেই অবৈধ কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান তিনি। এ বিষয়ে উভয় দেশের সরকারের আলোচনার কথাও জানান ভারতীয় হাই কমিশনার। এছাড়াও নারীদের শিক্ষা, স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতের সহযোগিতা অব্যাহত থাকার কথা উল্লখে করেন তিনি।




















