নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে যশোরে বাস চলাচল বন্ধ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
 - / ১৭৫৮ বার পড়া হয়েছে
 
নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে যশোরে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
দক্ষিণাঞ্চলের শ্রমিক সংগঠন বাংলাদেশ পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন জানান, শ্রমিকরা কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে না। অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হয়েছে। শুধু তাই নয়, এ আইনের অনেক ধারার ব্যাপারেই শ্রমিকদের আপত্তি রয়েছে, যা সংশোধন জরুরি। এদিকে, পুর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
																			
																		












