নতুন বিজ্ঞাপনে সামিনা

- আপডেট সময় : ১২:২৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
এ প্রজন্মের অভিনেত্রী সামিনা বাশার। সম্প্রতি তিনি নতুন একটি কফির বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছে। এতে তার বিপরীতে ছিলেন সবুজ আশরাফ সুপ্ত। প্রযোজনা সংস্থা নেক্সট রেজুলেশন ফিল্মসের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নাদিম মীর।
নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে সামিনা বাশার বলেন, ‘এটি চলতি বছরে আমার প্রথম বিজ্ঞাপন। শিগগিরই প্রচারে আসবে। বিজ্ঞাপনে নতুন একটি গেটআপে দর্শক দেখতে পাবেন। আশা করছি, সবার ভালো লাগবে।’
এদিকে, সামিনা অভিনীত নির্মাণাধীন রয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মোনা’ নামের সিনেমাটি। এরই মধ্যে এর প্রথম লটের কাজ শেষ হয়েছে। চলতি মাসের শেষের দিকে দ্বিতীয় লটের কাজ শুরুর কথা রয়েছে। এটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান।
সামিনা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি। র্যাব সদস্যরা কীভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত করে, সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।