নতুন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ দেয়া হচ্ছে : ডাঃ এনামুর রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
নতুন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। ত্রাণের মধ্যে রয়েছে নগদ অর্থ চাল ও শুকনো খাবার।
দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এসময় আরও বলেন, দুই থেকে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে। সম্প্রতি সাভারের বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানের বিতর্কের বিষয়ে বলেন, ত্রাণ বিতরণ নিয়ে অনিয়ম ও দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না।




















