নতুন নির্বাচন কমিশন রাজনৈতিক চাপে নেই : সিইসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, নতুন নির্বাচন কমিশন কোন রাজনৈতিক চাপে নেই, স্বাধীন ভাবে কাজ করবে। রাজনৈতিক দলের সাথে আলোচনার মধ্য দিয়ে একটি সমোঝোতায় পৌছনা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কমিশনের দায়িত্ব কি সেটি নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। এর আগে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নতুন এই প্রধান নির্বাচন কমিশনার।










