নতুন নির্বাচন কমিশন গঠনে সংলাপের উদ্যোগ ভেল্কিবাজি-বাইস্কোপ : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে ভেল্কিবাজি, বাইস্কোপ বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরে খুলনা জেলা ও মহানগরের নবগঠিত আংশিক কমিটির নেতাদের সাথে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সংলাপে সরকারের কথার বাইরে এক ধাপও এগোতে পারবেন না রাষ্ট্রপ্রতি। তিনি সরকারের বাইরে কিছু করবেন না। রিজভী অভিযোগ করেন, বর্তমান পার্লামেন্টের কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি। তিনি তাদেরই রাষ্ট্রপতি। সরকারের কথা অনুযায়ী আরেকটি হুদামার্কা, রকিবমার্কা নির্বাচন কমিশন গঠিত হবে বলে মন্তব্য করেন তিনি। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারই দরকার বলে মনে করেন রিজভী আহমেদ।