নকল স্বর্ণের বারসহ ৭ প্রতারক আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৬১৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহে নকল স্বর্ণের বারসহ ৭ প্রতারককে আটক করেছে র ্যাব। র ্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেলো রাতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে সুকৌশলে নিরীহ মানুষের সাথে প্রতারনাকারী ৭জনকে আটক করা হয়েছে। তিনি জানান, রুবেল মিয়া, শিপন, আমিনুল ইসলাম, আব্দুর রশীদ নামের ৪ জনকে ১০ টি নকল স্বর্ণের বার, ২টি নকল স্বর্ণের চামচসহ প্রতারনার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা হতে সকালে প্রতারক চক্রের সদস্য মোশাররফ হোসেন, সাইফুল, রাব্বিল হাসানকে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিকভাবে প্রতারনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।