নওগাঁ-৬ উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ডাকা বিএনপির আধাবেলা হরতাল শেষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নওগাঁ-৬ উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ডাকা বিএনপির আধাবেলা হরতাল শেষ হয়েছে। রাতে ডাকা এই হরতাল পালন শুরু হয় সকাল ৬টা থেকে।
হরতালের কোন প্রভাব দেখা যায়নি শহরতলীতে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে হরতাল ডাকলেও বিএনপির কোনও নেতাকে মাঠে দেখা যায়নি। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ কর্মীদের হয়রানি ও গ্রেপ্তার এড়াতে রাজপথে নামেননি তারা। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে দুই প্লাটুন বিজিবি। স্বাভাবিক সময়ের মতো চলাচল করেছে যানবাহন। খোলা ছিলো দোকানপাট।