নওগাঁ জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৬৪২ বার পড়া হয়েছে
অভ্যন্তরীণ ও দূরপাল্লার দুটি রুট দখলের প্রতিবাদে নওগাঁ জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
সকাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। মালিকরা জানান, তাদের জিম্মি করে শ্রমিকরা বিভিন্ন সময় চাঁদাবাজি করে আসছে। এছাড়া নওগাঁ-পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলে নিয়ে বাস চালানো শুরু করে দিয়েছে শ্রমিক নেতারা । বিষয়গুলো সুরাহা না হওয়া পর্যন্ত সকল রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান মালিকপক্ষ। তবে শ্রমিকরা বলছেন, চাঁদাবাজি নয়, বরং দিনের পর দিন তারা বঞ্চিত হয়ে আসছেন। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই পরবিহন বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
























