নওগাঁর যুবকরা পুকুরে চাষ করছেন মুক্তা

- আপডেট সময় : ০১:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
নওগাঁর কয়েক যুবক মুক্তার চাষ শুরু করেছেন পুকুরে। এরই মধ্যে মিলেছে সফলতা। মৎস্য বিভাগও আশাবাদী এই নতুন চাষাবাদে।
নওগাঁর আত্রাই উপজেলার কবির হোসেন। ইউটিউবে মুক্তা চাষ দেখে আগ্রহ জন্মে তার। পরে নিজ গ্রামের পুকুরে মুক্তা চাষ শুরু করেন তিনি। কবীর বলেন, প্রথমে ঝিনুকের ভেতরে বিভিন্ন ডিজাইনের নিউক্লিয়াস স্থাপন করতে হয়।
এর প্রায় এক বছর পর ঝিনুক থেকে পাওয়া যায় মুক্তা। পুকুর লিজ, ঝিনুক সংগ্রহ, পরিচর্যা ইত্যাদি বাবদ ১টি মুক্তা চাষে খরচ হয় ৩০ টাকা। পরে একেকটি মুক্তা বিক্রি হয় ২০০ টাকা পর্যন্ত।
একইভাবে জেলার অন্য উপজেলাও শুরু হয়েছে মুক্তা চাষ। পদ্ধতি দেখতে ও জানতে অনেকেই আসছেন চাষিদের কাছে। প্রশিক্ষণও নিয়েছেন কয়েকজন।
মুক্তা চাষে আশাবাদী জেলা মৎস্য বিভাগও। দেশ-বিদেশে মুক্তার চাহিদা বিবেচনায় এরইমধ্যে প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন তারা।
মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষ করা যায় বলে অধিক লাভবান হওয়া সম্ভব বলে জানান, চাষিরা।