নওগাঁর গুরুত্বপূর্ণ সব সড়কই খানাখন্দে ভরে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
নওগাঁর গুরুত্বপূর্ণ সব সড়কই খানাখন্দে ভরে গেছে। যানবাহন বিকল হওয়াসহ এই পথের যাত্রীদের নানা ভোগান্তি এখন নিত্যসঙ্গী। অনেক দিন সংস্কার না হওয়ায় এমন হয়েছে বলে জানায়, সড়ক বিভাগ। দ্রুত সমাধানের কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
নওগাঁ-বদলগাছী আঞ্চলিক সড়ক এটি। সড়কটির পিচ-পাথর উঠে গিয়ে বেহাল দশা। একই অবস্থা নওগাঁ-নজিপুর সড়কেরও। ভারি যানবাহন চলাচলে প্রায় ২৪ ঘন্টাই সরব থাকে সড়কটি। এমন বেহাল অবস্থা দেখা দিয়েছে জেলার ছ’টি সড়কে।
বহুদিন ধরে সংস্কার হয়না সড়কগুলি। বড় পরিসরে কাজ না করলে এগুলো চলাচলের উপযোগী হবে না বলে জানায়, সড়ক বিভাগ।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে আলোচনা হয়েছে বলে জানান, স্থানীয় সংসদ সদস্য। জেলাজুড়ে ১৫৮ কিলোমিটার সড়কের এমন বেহাল দশা। ভোগান্তি লম্বা হলে এ অঞ্চলের কৃষি-অর্থনীতিতে বিরুপ প্রভাব ফেলবে বলে শংকা জানায় স্থানীয়রা।

















