নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের এক শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে শহরের ইয়াদ আলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্তানসহ স্বামী-স্ত্রী মোটরসাইকেলে নওগাঁ থেকে সান্তাহার যাচ্ছিলো। ইয়াদালীর মোড়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে আরোহীরা সড়কের উপর ছিটকে পড়ে। এসময় পিছন দিক থেকে একটি পিকআপ তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় স্বামী-স্ত্রী। তাদের আহত সন্তান ও অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। মোটরসাইকেল দুটি হেফাজতে নেয়া হয়েছে।