নওগাঁয় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড তিন উপজেলা

- আপডেট সময় : ০৩:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নওগাঁর তিনটি উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে আকস্মিক ঝড়। এতে করে ভেঙে গেছে অসংখ্য ঘর- বাড়ি ও গাছপালা। নষ্ট হয়েছে মাঠের ফসল। ফলে দিশেহারা হয়েছে পড়েছেন হাজারো মানুষ। প্রশাসন বলছে, তালিকা করে দেয়া হচ্ছে সহযোগিতা।
অসময়ের তীব্র ঝড়ের তোড়ে আস্ত গাছ ভেঙ্গে পরেছে বাড়ির উপর। কারোবা উড়ে গেছে ঘরের টিন। বসতবাড়ি ভেঙ্গে যাওয়ায়, নির্ঘুম রাত কাটছে ঝড়ে বিধ্বস্তদের। ফলে, খোলা আকাশের নিচেই বসবাস করতে হচ্ছে তাদের।
ঝড়ে নওগাঁর পত্নীতলা, ধামইরহাট ও বদলগাছিসহ আশেপাশের উপজেলা গুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু গ্রাম।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নষ্ট হয়েছে মাঠের ফসল। ক্ষতিগ্রস্থ কলা ও পেপের বাগান মালিকারা দিশেহারা হয়ে পড়েছেন।
এদিকে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে উদ্ধার ও সহায়তা দেয়ার কাজ শুরু করা করেছে প্রশাসন। খাবার বিতরণের পাশাপাশি, ঘরবাড়ি মেড়ামতে পদেক্ষপ নেয়া হচ্ছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত মাঠ ঘুরে ঝড়ে নষ্ট হওয়া ফসলের তালিকা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ চালুর দাবি জানিয়েছেন বাসিন্দারা।