ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত
																
								
							
                                - আপডেট সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
 - / ১৭৫৯ বার পড়া হয়েছে
 
বঙ্গোপসাগরে সৃষ্টি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এ অবস্থায় কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় মোখা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এ তথ্য জানান। এছাড়া চট্টগ্রাম ও পায়রা সমুন্দ্রবন্দরে ৮ মহাবিপদ সংকেত এবং মোংলায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে।
ঘুর্ণিঝড় মোখা কাল সকাল ১০টা থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। কক্সবাজার থেকে অবস্থান করছে ৭৪৫ কিলোমিটার দূরে।
সকালে আবহাওয়ার সব শেষ বুলেটিনে এমন তথ্য জানান অধিদপ্তরের উপ পরিচালক আসাদুর রহমান। তিনি জানান, মোখার প্রভাব বরিশাল উপকূলে রাতেই পড়বে।েআসাদুর রহমান জানান, মোখার প্রভাবে চট্টগ্রাম-কক্সাবাজর উপকূলীয় এলাকা ও দ্বীপগুলোতে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশংকা রয়েছে।
অধিক বৃষ্টিপাত হতে পারে উপকূল এলাকায়। এছাড়া পাহাড় ধ্বসের আশংকা রয়েছে। ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে সেন্ট মার্টিন, টেকনাফ ও উখিয়ায়। বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ১৭৫কিলোমিটার পর্যন্ত হতে পারে।
																			
																		















