ধান কাটতে হাওর অঞ্চলসহ দেশের জায়গায় যাওয়া শুরু করেছে কুড়িগ্রামের কৃষি শ্রমিকরা

- আপডেট সময় : ০১:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বোরো মৌসুমে ধান কাটতে হাওর অঞ্চলসহ দেশের জায়গায় যাওয়া শুরু করেছে কুড়িগ্রামের কৃষি শ্রমিকরা । প্রতি বছর ধান কাটার মৌসুমে জেলার লক্ষাধিক কৃষি শ্রমিক বাইরে ধান কাটতে যায় । তবে এবার করোনা পরিস্থিতির কারণে তারা আগেভাগে যেতে পারেনি। দেরি হলেও বিশেষ ব্যবস্থায় শুরু হয়েছে কৃষি শ্রমিকদের যাত্রা।
কুড়িগ্রামে ধান কাটা শুরু হতে এখনও বাকী ২০ থেকে ৩০ দিন। এ সময়টাতে হাতে কাজ না থাকায় কর্মহীন এখানকার কৃষি শ্রমিকরা । তাই এ সময়টাতে হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যান তারা। তবে এবারের ভরা মৌসুমেও করোনা পরিস্থিতিরি কারণে সময় মতো যেতে পারেননি কুড়িগ্রামের লক্ষাধিক শ্রমিক ।
কৃষি শ্রমিকদের যাতায়াতে সরকার এ মধ্যেই পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কুড়িগ্রাম কৃষি বিভাগ এই যাওয়ার প্রক্রিয়াটি শুরু করেছে। সমাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা যাত্রা নিশ্চিত করার কথা জানান প্রশাসনের কর্মকর্তারা। এ প্রক্রিয়া কৃষি শ্রমিকদের পাঠানো অব্যাহত থাকলে হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের ধান যেমন কাটা সম্ভব হবে তেমনি করোনা পরিস্থিতিতে কৃষি শ্রমিকদের অভাবও ঘুচবে ।