ধানমন্ডিতে চালু হলো ট্রেন্ড মার্টের প্রথম শো রুম

- আপডেট সময় : ১২:২১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৭৬২ বার পড়া হয়েছে
অল্প দিনেই অনলাইনে ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে ‘ট্রেন্ড মার্ট’। এই ব্র্যান্ডের পোশাক নিয়মিত পরে বিভিন্ন অনুষ্ঠান ও শ্যুটিংয়ে অংশ নেন দেশের জনপ্রিয় তারকারা। ফ্যাশন ডিজাইনার আব্দুল্লাহ আল আদনান আর উদ্যোক্তা নাহরীন খান দম্পতি এই ব্র্যান্ডের যাত্রা শুরু করেন।
এ প্রসঙ্গে উদ্যোক্তা নাহরীন খান বলেন, ‘অনলাইনে আমাদের পোশাকের চাহিদা অনেক বেশি। কিন্তু অনেক ক্লায়েন্ট আমাদের অনুরোধ করছিলেন একটি শোরুম দেয়ার জন্য, যাতে তারা নিজ চোখে পোশাক দেখতে পারে এবং অর্ডার করতে পারে। বিশেষ করে ধানমন্ডিতে আমাদের ক্লায়েন্ট সবচেয়ে বেশি। তাই আমাদের ট্রেন্ড মার্টের সর্বপ্রথম শো রুম খুললাম সীমান্ত স্কয়ারের লেভেল ২-এ দোকান নং (২১৭)।’
তিনি আরও বলেন, ‘আপাতত আমরা শুধু নারীদের পার্টি পোশাকগুলো করছি। কিন্তু আস্তে আস্তে নানা ধরনের পোশাক এখানে রাখব। সঙ্গে ব্যাগ, এক্সেসরিসও পাওয়া যাবে। আশা করি দ্রুত রাজধানীর আরও কয়েকটি এলাকায় আমাদের শোরুম খুলব।’