ধর্ষণকারীর আশ্রয়-প্রশ্রয়দাতাসহ কাউকেই ছাড় দেয়া হবে না
- আপডেট সময় : ০৭:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ধর্ষণকারীর আশ্রয়-প্রশ্রয়দাতাসহ কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সহিংসতার এসব ঘটনায় সরকার দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। অন্যদিকে নারী নির্যাতন ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন তাদের অন্য কোন পরিচয় নেই। দুপুরে সচিবালয়ের নিজ নিজ মন্ত্রণালয়ে আলাদা অনুষ্ঠানে তারা এসব বলেন।
সোমবার নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দপ্তর প্রধানদের সাথে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
অন্যদিকে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনভিত্তিক শিশুতোষ গ্রন্থ ‘আমি হবো আগামী দিনের শেখ হাসিনা’ এর প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন এসব ঘটনা যারা ঘটায় তাদের দল নেই। তবে এসব কিছু এই প্রথম নয়।
সরকারের জবাবদিহিতার অভাবে খুন-ধর্ষণ বাড়ছে কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এসরকারের আমলেই দৃষ্টান্তমূলক অনেক শাস্তি নিশ্চিত করা হয়েছে।



















