ধর্মীয় সম্প্রীতি নষ্টে সব সময় ষড়যন্ত্রে মেতে থাকে একটি মহল : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
একটি মহল রাজনৈতিক ফায়দা লুটতে সব সময় এদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা চালায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ভার্চুয়ালি এক অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সঙ্গে গণভবন থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলা ঠিক নয়। বাংলার মাটিতে যাদের জন্ম, তারা সবাই নিজেদের মতো করেই যার যার তাদের ধর্ম পালন করবে। এদেশে সব সম্প্রদায়ের মানুষের ধর্ম পালনের সমান অধিকার রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছেন বলে ক্ষোভ জানান তিনি। বিষয়টি সরকার কঠোরভাবে তদারকি করছে বলেও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।











