ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

- আপডেট সময় : ০১:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে সকাল ৭টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন মসজিদের খতিব আবু তালেকব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। এসময় মুসলিম উম্মার শান্তি কামনাসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।
স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় হযরত শাহ্ মখদুম রুপোষ দরগা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় মহানগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঈদের নামাজে অংশ নেন।
স্বাস্থ্যবিধি মেনে রংপুরের প্রায় ৬ হাজার মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকাল ৮টায় জেলা মডেল মসজিদ ও মাওলানা কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
বরিশালে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নগরীর সকল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশগ্রহন করেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল এবং জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
খুলনায় সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সালেহ।
সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুরে ভিন্ন ভিন্ন সময়ে জেলার ২ হাজার ৭’শ মসজিদে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া- কুষ্টিয়া, নাটোর, নেত্রকোনা, মাগুড়া, দিনাজপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ায়, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, পাবনা, মানিকগঞ্জ ও বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।