দ্রুত অপরাধ নিয়ন্ত্রনে চট্টগ্রামে পেট্রোল কার সার্ভিস চালু
- আপডেট সময় : ০৬:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে দ্রুত অপরাধ নিয়ন্ত্রন ও জনগনের আস্হা ফেরাতে এবার উন্নত দেশের মতো পেট্রোল কার সার্ভিস চালু করেছে মেট্রোপলিটন পুলিশ।
সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন চত্বরে পেট্টোল কার সার্ভিসের আনুষ্টানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোঃ তানভির। এর আগে নাভানা গ্রুপ, চট্টগ্রাম চেম্বার ও স্মার্ট গ্রুপের পক্ষ থেকে চারটি পেট্টোল কারের চাবি তুলে দেয়া হয়। অনুষ্টানে অতিরিক্ত কমিশনার মোস্তাক আহমদও বক্তব্য রাখেন। সিএমপি কমিশনার বলেন, গতানুগতিক পুলিশ ভ্যানের পরিবর্তে উন্নত দেশের মতো কার দিয়ে পুলিশ পেট্টোল করা হবে। এতে স্মাট পুলিশিং এর মাধ্যমে পুলিশের প্রতি জনগনের আস্হা ও আধুনিক প্রযুক্তি নির্ভর সামর্থ বৃদ্বি পাবে। পুলিশের জবাবদিহিতা,কাজের স্বচ্ছতা ও কাজের গতি বৃদ্বি পাবে বলে জানান পুলিশ কমিশনার। নগরীর কোতোয়ালী,পাচঁলাইশ,খুলশী,ডবলমুরিং থানা এলাকায় প্রতিদিন দুই ঘন্টা করে পরীক্ষা মুলক ভাবে কাজ করবে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এসব গাড়ী।



















