দ্রুততম সময়ে প্রবাসে কর্মী পাঠাতে বায়রার ৪ দাবি

- আপডেট সময় : ০৮:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সৌদিগামীদের হোটেল বুকিং সমস্যা সমাধানে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে ৭ দিনের হোটেল প্যাকেজের জন্য প্রত্যেক কর্মীকে ষাট হাজার টাকা প্রদানের দাবি জানিয়েছে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট-বায়রা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটতে সংবাদ সম্মেলনে বায়রার নেতারা দ্রুততম সময়ে প্রবাসে কর্মী পাঠাতে প্রত্যেক কর্মীকে করোনা টিকা প্রদানসহ ৪ দফা দাবি তুলে ধরেন।
করোনায় সৌদি সরকারের নতুন শর্তে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। দেশটিতে নিজ খরচে ৭ দিন কোয়ারেন্টিনে হোটেল বুকিংয়ের জন্যও গুনতে হচ্ছে প্রায় পৌনে এক লাখ টাকা। হোটেল বুকিংয়ে সহযোগিতা না পাওয়ায় অনেকের যাত্রা অনিশ্চিত।
এমন বাস্তবতায় সৌদি প্রবাসীদের সমস্যা সমাধানের দাবি জানিয়ে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রার এই সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে সৌদিগামী কর্মীদের ৭ দিনের হোটেল প্যাকেজের জন্য প্রত্যেক কর্মীকে ৬০ হাজার টাকা প্রদানসহ সরকারের কাছে ৪ দফা দাবি তুলে ধরা হয়।
এসময় সৌদি এয়ারলাইন্স কর্তৃক নিদিষ্ট হোটেল বুকিং দেয়া নিয়ে প্রশ্ন তোলেন বায়রার নেতারা।
প্রবাসীদের এমন দুর্ভোগ কমাতে সরকারকে আন্তরিক হয়ে এগিয়ে আসার আহবানও জানান তারা।