দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধনের ঘটনার সঙ্গে তার দলীয় কোনো নেতাকর্মী জড়িত নয় : মন্টু
- আপডেট সময় : ০৯:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধনের ঘটনার সঙ্গে তার দলীয় কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছেন গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু।
বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মোস্তফা মহসিন মন্টু জানান, মানববন্ধনে মারমারির ঘটনায় গণফোরামের কোনো নেতা-কর্মী জড়িত নয়। অন্য অংশের নেতা-কর্মীরা নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়ে। তাদের দোষ ঢাকতে বিষয়টি চাপিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, সবাই চায় ঐক্যবদ্ধ গণফোরাম। দ্বিধা-বিভক্তের হাত থেকে গণফোরামকে রক্ষা এবং দেশ-জাতিকে দুঃখ-দর্দশা থেকে মুক্ত করতে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। এর আগে, প্রেসক্লাব থেকে আরো কিছু কর্মী এসে মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর চড়াও হয়। একপর্যায়ে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান মোস্তফা মহসিন মন্টু।










