দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব ধরনের প্রচার শেষ হয়েছে

- আপডেট সময় : ০২:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব ধরনের প্রচার শেষ হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন করেছ নির্বাচন কমিশন। ১২টায় আনুষ্ঠানিকভাবে ৮৪৬ ইউপির প্রচারকাজ শেষ হয়েছে। আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট বাক্স বা ইভিএম। ভোটগ্রহণ শুরু আগামীকাল সকাল ৮টায়।
বিধিনিষেধের কারণে বুধবার কোনো প্রার্থী প্রচারণা নামতে পারবেন না। স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচারকাজ বন্ধ করতে হয়। সব প্রার্থীকে নিজ উদ্যোগে তাদের প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে হবে।
নির্বাচনী প্রচারণার সহিংসতায় পাবনার সুজানগরের ভায়না ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সবুজ হোসেন মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে, গাইবান্ধার রামচন্দ্রপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দী প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরদের হামলায় গুরুতর আহত চশমা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ। পরে ৬০ জনকে আসামী করে মামলা করা হয়।