দ্বিতীয় দফায় পাকিস্তানের আরও ৩ ক্রিকেটার করোনা মুক্ত হয়েছেন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
 - / ১৫৯৫ বার পড়া হয়েছে
 
দ্বিতীয় দফায় পাকিস্তানের আরও ৩ ক্রিকেটার করোনা মুক্ত হয়েছেন। এবার কোভিড-১৯ এ নেগেটিভ এসেছেন কাশিফ ভাট্টি, হায়দার আলী ও ইমরান খানের।
এই তিন ক্রিকেটার ৮ জুলাই ইংল্যান্ডে পাকিস্তান মূল দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া তাদের সঙ্গে যুক্তরাজ্য সফরে থাকবে দুই স্টাফ মালাং আলী ও মোহাম্মদ ইমরান। এর আগে ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের ঘোষিত ২৯ সদস্যের দলের ১০ জন করোনা পজিটিভ হন। এদের মধ্যে মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ ও শাদাব খানসহ ৬ জন করোনামুক্ত হয়ে দ্বিতীয় ধাপে মূল দলের সঙ্গে যোগ দেন। আর একমাত্র ক্রিকেটার হিসেবে হারিস রউফ এখনও ছাড়পত্র পাননি। এদিকে, দু’দফায় ইংল্যান্ডে পৌছানে ক্রিকেটাররা আছেন কোয়ারেন্টাইনে। ১৩ জুলাই ডার্বিশায়ার যাবার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের।
																			
																		














