দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছে ওয়ার্ল্ড-কাপ ট্রফি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
৮ জুন বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি। ট্রফির সঙ্গে আসছেন ফিফার সাত সদস্যের একটি দল। সেই দলে থাকছেন ক্রিশ্চিয়ান কারেম্বেউ। জিনেদিন জিদানের সাবেক সতীর্থের অধীনেই আসছে ফিফার এই দলটি।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ট্রফিটি ৮ জুন ঢাকায় আসবে এবং ৩৬ ঘণ্টার সফরশেষে চলে যাবে। সেদিনই রাষ্ট্রপতির বাসভবন, বঙ্গভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিয়ে যাওয়া হবে ট্রফিটি। ‘আর্মি স্টেডিয়ামে সীমিত জনসাধারণের জন্য প্রদর্শিত হবে ট্রফিটি। তোলা যাবে ছবি। এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্ব ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দুই দিনের জন্য বাংলাদেশে এসেছিল ওয়ার্ল্ডকাপ ট্রফি।