দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:২৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
 - / ২১২১ বার পড়া হয়েছে
 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন । প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নেবেন। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। অর্থাৎ, আজ থেকেই প্রচারে নামবেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী আজ শুরু হওয়া এ প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
গতকাল শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন। প্রত্যাহারের পর বৈধ প্রার্থী ১ হাজার ৮৯৬ জন। নির্বাচনে অংশ নিচ্ছে মোট ২৭টি দল।
																			
																		













