দোকান খোলার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
দোকান খোলার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও কর্মচারীরা।
দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় বিক্ষোভ করেন। এ সময় তারা জানান, দিনের পর দিন দোকান বন্ধ রেখে তারা পরিবার-পরিজন নিয়ে অনেকেই মানবতের জীবন-যাপন করছেন। তবে ব্যবসায়ীদের এই বিক্ষোভের খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। করোনাভাইরাস সতর্কতায় সামাজিক দুরত্ব বজায় রেখে রোববার থেকে সরকার ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়।
তবে রাজশাহীর পরিস্থিতিতে করোনা যেন না ছড়ায় দিক বিবেচনা করে এখনই দোকান না খোলার নীতিগত সিদ্ধান্ত নেন স্থানীয় জনপ্রতিনিধিরা।





















