দৈনিক সমকালের সাংবাদিক শিমুল হত্যার বিচার কাজ শেষ হয়নি ৪ বছরেও
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক সমকালের সাংবাদিক শিমুল হত্যার বিচার কাজ শেষ হয়নি ৪ বছরেও।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারী সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিতে আহত হলে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সাংবাদিক শিমুলের স্ত্রী নুরন্নাহার বেগম তৎকালীন শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুসহ ৩৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী বরখাস্তকৃত মেয়র মিরুসহ সব আসামী জামিনে আছেন। মামলার ৩৮ আসামীর বিরুদ্ধেই অভিযোগপত্র দেয়া হয়েছে। এদিকে, নানা আয়োজনে শিমুলের ৪তম মৃত্যু বার্ষিকী পালন করছে স্থানীয় সাংবাদিকরা।
















