দেশে ব্যবসা শুরুর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ঘুষ-দুর্নীতি

- আপডেট সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১৬৭২ বার পড়া হয়েছে
পরিবেশের ছাড়পত্র, নকশা অনুমোদনসহ বিভিন্ন কাগুজে চাহিদার বাইরে ঘুষ ও দুর্নীতির চাহিদা মেটানো, বাংলাদেশে ব্যবসা শুরুর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে অভিযোগ করেছে, বিজিএমইএ, বিকেএমইএ সহ দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তারা এমন অভিযোগ করেন। সংকট উত্তরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উদ্যোক্তাদের জন্য কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালুর পরামর্শ দিয়েছে সিপিডি।
টাকা ছাড়া যখন কোন সেবাই মেলে না, তখন এভাবেই নিজেদের ক্ষোভের কথা জানান, দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা।
লাইসেন্সিং, রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেশনের জন্য সহজে সেবা পেতে সিপিডির তৈরি করা সেট আপ ‘অ্যা নিউ ফ্যাক্টরি’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরো অভিযোগ করেন, সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে, বাড়ছে তৈরী পোষাকের উৎপাদন ব্যয়। ফলে প্রতিযোগীতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা।
সংকট উত্তরণে পরামর্শ তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ–সিপিডি।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ব্যবসায় গতিশীলতা ফেরাতে হবে বলেও মত দেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।