দেশে ফিরেছেন তারেক রহমান
- আপডেট সময় : ০২:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
দুপুরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে ঢাকার পূর্বাচল ৩০০ ফিটে দেয়া হবে বিপুল সংবর্ধনা। এ উপলক্ষে তৈরি করা হয়েছে মঞ্চ।
দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের কাণ্ডারীর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বত্রই এখন বইছে আনন্দের জোয়ার। উজ্জীবিত দলের নেতাকর্মী ও সমর্থকরা। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র-সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য
ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে দেওয়া হবে সংবর্ধনা। এ নিয়ে মহাব্যস্ত বিএনপির নীতিনির্ধারক ও দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষায় সারাদেশের লাখ লাখ নেতাকর্মী। এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
গত কয়েকদিন ধরে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশজুড়ে চলছে মঞ্চ তৈরির কাজ।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা।
সংবর্ধনা অনুষ্ঠানে সকাল থেকেই মঞ্চে থাকবে সাংস্কৃতিক পরিবেশনাসহ নানামুখী আয়োজন ।
বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছে আগে এভার কেয়ার হাসপাতালে যাবেন। পরে ৩০০ ফিট এলাকায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে আয়োজিত মূল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে গুলশানের ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান।
এদিকে দলের শীর্ষ এই নেতার প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্তর্র্বর্তী সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিলেও দলীয় স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বিএনপিও অতিরিক্ত প্রস্তুতি নিয়েছে।





















