দেশে নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা চলছে : ড. বেনজীর আহমেদ

- আপডেট সময় : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশে এক ধরনের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল, যা এখনো রয়েছে। এই চর্চায় কেউ কেউ অন্যায়ভাবে তাকে বিপক্ষে আবিষ্কার করেছে। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানান তিনি। আইজিপি হিসেবে শেষ কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। পুলিশকে মানবাধিকারের প্রশিক্ষণ দেবার নামে এনজিওগুলো হাজার হাজার কোটি টাকা বিদেশীদের কাছ থেকে আনলেও পুলিশ কোনো প্রশিক্ষণ পায়নি বলে জানান বেনজীর আহমেদ।
রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অবসরে যাবার আগে, শেষ কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হন বিদায়ী পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
কর্মজীবনে শেষ ১২ বছরে ডিএমপি কমিশনার, রেবের মহাপরিচালক ও আইজিপি হিসেবে প্রতিটি দিন চ্যালেঞ্জের ছিল বলে জানান তিনি।
মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দিতে বিদেশীদের কাছ থেকে এনজিওরা হাজার হাজার কোটি টাকা নিলেও, পুলিশের কোনো কাজে আসেনি বলে দাবি করেন বিদায়ী পুলিশ প্রধান। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন তিনি।
পুলিশ সদস্যদের কেনো অস্ত্র দেয়া হয়, তারও ব্যাখ্যা দেন বিদায়ী আইজিপি।
দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনের সফলতাকে রাষ্ট্র, সরকার ও জনগণের এবং ব্যর্থতাকে নিজের দাবি করেন বাংলাদেশ পুলিশের ৩০তম বিদায়ী আইজি ড. বেনজীর আহমেদ