দেশে থাকা পিকে হালদারদের জাতির সামনে পরিষ্কারের দাবি মির্জা ফখরুলের

- আপডেট সময় : ০৭:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
দেশে কতো জন পিকে হালদার আছে, তারা কতো টাকা পাচার করেছে তা পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করে বিএনপি। এ সময় মির্জা ফখরুল বলেন, সরকারের সঙ্গে সম্পৃক্ত বড় বড় পাচারকারীরা দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুট করে পাচার করেছে। এদেরকে আইনের আওতায় এনে দুদকের উচিৎ তা তদন্ত করে জনগণের সামনে প্রকাশ করা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তেব্যের জের ধরে তিনি বলেন, ওবায়দুল কাদের স্বীকার করে নিয়েছেন তার দলের লোকেরা হাজার হাজার কোটি টাকা লুট করেছে। সমস্ত অর্জন ও সম্ভাবনা ধ্বংস করেছে তারা। তাদের ক্ষমতা থেকে না সরালে দেশের ভবিষ্যত বলে কিছু থাকবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।