দেশে একদিনে কোভিড রোগীর সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়ে ২২শ’

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে দেশে একদিনে কোভিড রোগীর সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়ে ২২শ’ হয়েছে। দৈনিক শনাক্তের হার ছাড়িয়ে গেছে সাড়ে ৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ২৩১ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের। গত বছরের ১০ সেপ্টেম্বর একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। ওই দিন ২ হাজার ৩২৫ জনের সংক্রমণ ধরা পড়ে। দুই হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ১৪ সেপ্টেম্বর। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ১০৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। গত একদিনে দেশে মোট ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ।