দেশে অ’স্থিরতা তৈরি করতে বিএনপি ফের অ’গ্নিসন্ত্রা’সীদের মাঠে নামিয়েছে : তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ১২:৫৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরি করতে বিএনপি ফের অগ্নিসন্ত্রাসীদের মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে চট্টগ্রামের নিউমার্কেটে বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। দেশের প্রতিটি পাড়া-মহল্লা থেকে এসব আগুন সন্ত্রাসীদের চিহ্নিত করে শায়েস্তা করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান মন্ত্রী। তিনি আরো বলেন, বিএনপি দেশটাকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তা হতে দেবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মিথ্যাচারের কারণে আল্লার আরশও কাঁপছে দাবি করে আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানান তিনি। সমাবেশে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ সালামসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।