দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতেই বঙ্গবন্ধু পরিবারকে হত্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতেই বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে রাজধানীর কাওরান বাজারে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণে আনুষ্ঠানের তিনি এ কথা বলেন। এসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ ফজলুল হক মনির সাহসী ভুমিকার কথা তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রী। ১৯৭৫ সালে ঘাতকরা বঙ্গবন্ধু পরিবারকে হত্যার মাধ্যমে হওয়া রাষ্ট্রের ক্ষতি কখনোই পূরণ হবার নয় বলে মনে করেন তিনি। এতে অংশ নিয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ তার বাবার স্মৃতিচারন করেন। আনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ।