দেশের বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া কম্বল ঝালকাঠির এক হাজার শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।
সাভারে দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে সাভারের হেমায়েতপুরে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পক্ষে হাজারখানেক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।
দুপুরে লালমনিরহাট সেনানিবাসের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে জিওসি ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার দু:স্থদের হাতে ২০০ কম্বল তুলে দেন।
এদিকে, কুড়িগ্রামের চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে ১৮শ কম্বল ও সোয়েটার বিতরণ করেছে এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা।










