দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের প্রকোপ
- আপডেট সময় : ০১:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের প্রকোপ। গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।ফলে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ।
পঞ্চগড়ে অব্যাহত ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারনে আবারও জেঁকে বসেছে শীত। বেড়েছে শীতের প্রকোপ কখনও মৃদু কখনও বা মাঝারি ধরনের শৈতপ্রবাহ। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শীত ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ কুড়িগ্রামের মানুষ। বোরো চাষের ভরা মৌসুম চললেও কনকনে ঠান্ডায় শ্রমিকরা ঠিকমত মাঠে কাজ করতে পারছেন না।
লালমনিরহাটে ঘন কুয়াশার সাথে হিম বাতাস যোগ হয়ে বেড়েছে শীতের তীব্রতা। সকালে তাপমাত্রা নেমে আসে ৯ ডিগ্রী সেলসিয়াসে। ব্যাহত হচ্ছে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম।
চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড ঠাণ্ডায় কাজে যেতে পারছেন না শ্রমজীবি মানুষ।
এদিকে, পটুয়াখালীতে, মানিকগঞ্জে, ঝিনাইদহে, নড়াইলে শীতে বেড়েছে শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, ডায়রিয়াসহ ঠান্ডাজণিত রোগীর সংখ্যা।




















