টাঙ্গাইল শিল্পকলা একাডেমির অফিসারের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসারকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রেদওয়ানা ইসলামকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছে শিল্পকলা একাডেমি’র কমর্চারি ও কর্মকর্তারা। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
একই দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনের কর্মসূচির আয়োজনে কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই।
খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতেও মানববন্ধন করেছে জেলা শিল্পকলার কর্মচারি ও কর্মকর্তারা। এসময় মানববন্ধনে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।
এদিকে, নেত্রকোনার মদনে বাড়ী ঘরে হামলা, ভাংচুর, লুটপাট, নারী নির্যাতন, শিশু হত্যার প্রতিবাদসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। দোষীদের শাস্তির দাবী তোলেন তারা।























